ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে আদালতের নির্দেশে ইউটিউব চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুন ৪, ২০১৪
তুরস্কে আদালতের নির্দেশে ইউটিউব চালু

ঢাকা: দ‍ুই মাস বন্ধ থাকার পর আদালতের নির্দেশে তুরস্কে সামাজিক যোগাযোগের ভিডিও মাধ্যম ইউটিউব খুলে দিয়েছে দেশটির সরকার।

এ ধরনের নিষেধাজ্ঞা স্বাধীন মত প্রকাশের অন্তরায় আখ্যা দিয়ে বুধবার থেকে দেশটিতে ইউটিউব খুলে দেওয়ার সিদ্ধান্ত দেয় দেশটির উচ্চ আদালত।



সরকারি কর্মকর্তাদের দুর্নীতির ভিডিও এ সাইটে প্রকাশের পর মার্চের শেষ দিকে এটি বন্ধের নির্দেশনা দেওয়‍া হয়।

চলতি বছরের প্রথম দিকে দেশটিতে একটি ‘বির্তকিত’ বিল পাস হয়। ওই বিল অনুযায়ী, কোর্টের অনুমতি ছাড়াই নিয়ন্ত্রণ সংস্থা যে কোনো সাইট বন্ধ করে দিতে পারবে।

তুরস্ক সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। পরে অবশ্য এ নিষেধাজ্ঞা গত মাসে তুলে দেওয়া হয়।

এর আগে, ২০০৭ সালেও তুরস্কে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। তিন বছর পর ২০১০ সালে তা ফের খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।