ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাবার ঘরের কাজে মেয়ের উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, মে ৩০, ২০১৪
বাবার ঘরের কাজে মেয়ের উন্নতি

কোনো বাবা যদি তার মেয়ে সন্তানটির জীবনে উজ্জ্বল কিছু দেখতে চান তাহলে তাকে ঘরে একটু বেশি সময় দিতে হবে। ঘরের কাজে হাত লাগাতে হবে।

বাবারা ঘরের কাজে সময় দিলে তাতে তাদের মেয়ে সন্তানদের ভবিষ্যত ভালোভাবে গড়ে ওঠে।

গবেষণা রিপোর্টে দেখানে হয়েছে, বাবা-মা যখন ঘরের কাজগুলো ভাগাভাগি করে করেন তখন শিশুদের মধ্যে বিশেষ করে মেয়েদের মধ্যে একধরনের ডেন্ডার অ্যাটিটিউডস তৈরি করে।

দীর্ঘ সময় ধরেই বলা হয়ে আসছে, মায়ের কাজে সমতা মেয়ে শিশুদের মধ্যে পেশাগত উচ্চাশা তৈরি করে, তবে এখন বলা হচ্ছে, মায়ের বাইরে কাজ করতে যাওয়া নয়, বরং বাবার ঘরের কাজে মন দেওয়াতেই মেয়ে শিশুর মনে এ ব্যাপারে ইতিবাচক গভীর দাগ ফেলে।  

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ক্যান্ডিডে আলিসা ক্রোফট এই গবেষণা করেছেন। তিনি বলেন, এই গবেষণা এটাই দেখাচ্ছে, মেয়েরা তাদের বড় ক্যারিয়ার গড়ার স্বপ্নটি ঘর থেকেই দেখতে পারে। বাবা কিভাবে ঘরের কাজে সহযোগিতা করছেন, তার ভিত্তিতেই মেয়েরা সিদ্ধান্ত নেয়।

গবেষকরা এও বলেছেন, মেয়েকে মধুর মধুর কথা বলে, ভালো ভালো উপদেশ দিলে যা কাজ হবে তার চেয়ে অনেক বেশি কার্যকর হবে যখন মেয়েটি দেখতে পাবে তার বাবা ঘরের কাজে সময় দিচ্ছেন।

গবেষণাটিতে সাত থেকে ১৩ বছরের ৩২৬ টি মেয়ে শিশুকে সম্পৃক্ত করা হয়। এই গবেষণা এই কারণে বেশি গুরুত্বপূর্ণ যে, লিঙ্গসমতা বাইরের বিষয় নয় এটি ঘরেও চর্চার একটি বিষয়।  

বাংলাদেশ সময় ০১১০ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।