ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিপ্রবণ অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, মে ২২, ২০১৪
দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিপ্রবণ অঞ্চল

ঢাকা: দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিপ্রবণ অঞ্চল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।



প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এশিয়ার এই ছয়টি দেশে দুর্নীতিবিরোধী কার্যক্রমে ব্যাপক সমস্যার কথাও বলা হয়। দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে আরো শক্তিশালী করার আহ্বান জানায় সংগঠনটি।  

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান শ্রীরক প্লিপাট বলেন, আমাদের জরিপ মতে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ অঞ্চল। এসব দেশে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান থাকলেও বাজেট ও দলীয় নিয়োগের মাধ্যমে তাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতিবিরোধী আইন কার্যকরে সরকারের একাংশের অনাগ্রহতা রয়েছে। এর মানে হচ্ছে দুর্নীতিরোধে সরকারের কার্যক্রমকে নিষ্ক্রিয় করে রাখা। প্রতিবেদনে ছয়টি দেশের সরকারকে তাদের দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দুর্নীতি দমন কমিশন বেছে বেছে তদন্ত করতে বাধ্য হচ্ছে। তারা এখন ক্ষমতাহীন কারণ কোনো তদন্ত করার আগে সরকারের অনুমোদন নিতে হয়।

বাংলাদেশের উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে সুপ্রিমকোর্টের ৪৮ জন বিচারককে সরকার নিয়োগ দেয়। এর কারণে তারা দলীয় স্বার্থের বাইরে গিয়ে কাজ করতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।