ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা সিটিতে ব্যাপক হামলা, আরও একটি উঁচু ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, সেপ্টেম্বর ৭, ২০২৫
গাজা সিটিতে ব্যাপক হামলা, আরও একটি উঁচু ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল সুসি টাওয়ার নামে ওই ভবনে হামলা চালায় ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আরও একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে।

এটি গত দুদিনে হামলার শিকার দ্বিতীয় কোনো উঁচু ভবন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক মাধ্যম এক্সে ভবন ধসে পড়ার একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, আমরা এগিয়ে যাচ্ছি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় তাদের অভিযান সম্প্রসারণ করছে। তাদের দাবি ভবনটি হামাস ব্যবহার করছিল। তবে সশস্ত্র সংগঠনটি তা অস্বীকার করেছে।

শনিবারের ওই হামলার আগে ইসরায়েল আবারও লিফলেট ছড়িয়ে ফিলিস্তিনিদের দক্ষিণে অবস্থিত তাদের কথিত মানবিক এলাকায় সরে যাওয়ার আহ্বান জানায়। গাজা সিটির উঁচু ভবনে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

সামাজিক যোগাযোগমাধ্যমে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি গাজার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এরইমধ্যে সেখানে গেছে, সেই হাজারো মানুষের সঙ্গে আপনারাও যোগ দিন। তিনি বাসিন্দাদের খান ইউনিস ও উপকূলের মাঝামাঝি অবস্থিত আল-মাওয়াসির দিকে সরে যেতে বলেন।

আইডিএফ বারবার দাবি করেছে, সেখানে গেলে চিকিৎসা, পানি ও খাবারের ব্যবস্থা করা হবে।

তবে জাতিসংঘ জানিয়েছে, আল-মাওয়াসির বাস্তুচ্যুতদের শিবিরগুলোতে এরইমধ্যেই ভিড় উপচে পড়ছে। আর দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো রোগীতে ঠাসা।

ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার আল-মাওয়াসিতে পানি নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাঁচ শিশু নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, তাদের লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনার তদন্ত চলছে বলে আইডিএফ জানিয়েছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।