ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কুনমিংয়ে ছুরিকাঘাতের ঘটনায় তিন সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মার্চ ৩, ২০১৪
কুনমিংয়ে ছুরিকাঘাতের ঘটনায় তিন সন্দেহভাজন আটক

ঢাকা: চীনের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিংয়ে রেলওয়ে স্টেশনে হামলার সন্ত্রাসীদের ছুরিকাঘাতের ঘটনায়  তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।



চীনের জন নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিনহুয়া জানায়, আব্দুর রহিম কুরবান নামে একজন ওই হামলার দায় স্বীকার করেছে। তবে কিভাবে কোথায় থেকে তাদের আটক করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত শনিবার কুনমিংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২৯ জন নিহত ও ১৩০ জন আহত হয়। হামলায় বেশ কয়েকজন সশস্ত্র পুরুষ ও মহিলা কুনমিংয়ের একটি রেলস্টেশনে ছুরি দিয়ে এলোপাথারি হামলা চালায়। ঘটনার সময়ই ৪ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়। সেসময় আটক করা হয় সন্দেহভাজন এক মহিলাকে।

পরে কুনমিং কর্তৃপক্ষ দাবি করে, ওই ঘটনার সঙ্গে জিনঝিয়াং প্রদেশের বিচ্ছিন্নতাবাদী উইঘুর মুসলিম সম্প্রদায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারপর সেখানে বাড়তি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সতর্কতা জারি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়।

নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। পরে ওই ঘটনার নিন্দা জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, ৩ মার্চ, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।