আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় ৬১ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত এডিএফের সদস্যরা চাপাতি ব্যবহার করে হামলাটি চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানিয়েছেন, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এ হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, আমি প্রাথমিভাবে ৫০ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পেরেছি। রাত ৯টার দিকে নটোয়ো গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের সময় নিহতদের আটক করা হয় এবং তাদের বেশির ভাগকেই চাপাতি দিয়ে হত্যা করা হয়। তদন্ত এখনো অব্যাহত রয়েছে।
লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৬০ জনেরও বেশি, এ ছাড়া অনেকেই নিখোঁজ। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ এ অঞ্চলে জমি ও সম্পদ নিয়ে বহু মিলিশিয়া সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর মধ্যে এডিএফও অন্যতম। কঙ্গোর সেনাবাহিনী এবং তাদের মিত্র উগান্ডা জানিয়েছে, তারা এডিএফের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
গত মাসে এডিএফের একাধিক হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। একটি গির্জায় এই হামলা চালানো হয়। এতে ৩৮ জনের মৃত্যু হয়।
এএটি