ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ১১, ২০২৫
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ প্রাণহানি বালির একটি শহরে সামরিক সদস্য ও বেসামরিকরা ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) কমপক্ষে ১৪ জনের প্রাণ গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

খবর আল জাজিরার।

সোমবার থেকে শুরু হয় টানা প্রবল বৃষ্টিপাত এতে পর্যটন দ্বীপ বালি ও পূর্ব নুসা তেংগারা প্রদেশে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এই দুর্যোগে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রুত সামাল দিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ত্রাণ-সামগ্রী পৌঁছে দিতেও প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং ধ্বংসস্তূপ সরাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

টানা বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে বালির নয়টি শহর ও জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি গ্রামগুলোর ওপর কাদামাটি, পাথর ও গাছ ভেসে এসেছে। নদীর পানি বেড়ে অন্তত ১২০টি পাড়া প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসও হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি।

তিনি বৃহস্পতিবার বলেন, নিহতের সংখ্যা ৯ থেকে বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে। পাঁচ শতাধিক বাসিন্দাকে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।  

সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি ভারী বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা ও ভূমিধস দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়-বৃষ্টির ধরনও বদলে গেছে। বর্ষাকালের মেয়াদ ও তীব্রতা বেড়েছে, ফলে বাড়তি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়।

চলতি বছরের মার্চে জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে তিনজনের প্রাণহানি হয় এবং পাঁচজন নিখোঁজ হন। প্রবল বর্ষণে অন্তত দুই ডজন শহর পানিতে তলিয়ে গিয়েছিল। এর আগে জানুয়ারিতে, মধ্য জাভায় বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।