ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আরব-আমিরাতে পাঠ্য বইয়ের বদলে আইপ্যাড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, মার্চ ৩, ২০১৪
আরব-আমিরাতে পাঠ্য বইয়ের বদলে আইপ্যাড

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৭৫ ভাগ স্কুলে (ইন্টারন্যাশনাল- প্রাইভেট) পাঠ্য বইয়ের বদলে আইপ্যাড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার আরব নিউজ দেশটির ‍এক শিক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ছাত্রছাত্রীরা গাদা গাদা বই বহন করে স্কুলে আসে।

এটি তাদের কাছে বোঝা স্বরূপ। এতে ছাত্র-ছাত্রীদের ওপর অতিরিক্ত এক ধরনের চাপের তৈরি হয়। চাপ কমানোর জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া এটি তাদের শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।

সাহারা কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ- প্রতিষ্ঠাতা তারিক আল-শালফান জানান, ১৫ হাজারের বেশি শিক্ষার্থী ডিজিটাল এই পদ্ধতির আওতায় আসবেন। এর মাধ্যমে পড়াশোনায় ছাত্র-ছাত্রীরা আনন্দ পাবে।

তিনি জানান, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাদান পদ্ধতি  ও ক্লাসরুমেরও পরিবর্তন আনা হবে।

আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়,  এ লক্ষ্যে কিছু সৌদি প্রযুক্তি বিশেষজ্ঞকে পাঠ্যবই পরিবর্তনে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কর্মসূচিটি ‘গালফ এডুকেশন সাপ্লাই এন্ড সলিউশন’ প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। আগামী ৪-৬ মার্চ  দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।