ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৮ কেজি আবর্জনা নিয়ে নামতে হবে পর্বতারোহীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মার্চ ৪, ২০১৪
৮ কেজি আবর্জনা নিয়ে নামতে হবে পর্বতারোহীদের

ঢাকা: আরোহীদের রেখে আসা মালামালের কারণে আবর্জনার স্তুপ জমে যাওয়ায় হিমালয় পর্বতারোহীদের জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। চলতি সপ্তাহ থেকে মাউন্ট এভারেস্ট পর্বত আরোহন মৌসুম শুরু হওয়ায় এ নিয়ম করা হলো।



নতুন নিয়ম অনুয়ায়ী, প্রত্যেক হিমালয় পর্বত আরোহীকে নেমে আসার সময় কমপক্ষে আট কেজি আবর্জনা নিয়ে আসতে হবে।

এ বিষয়ে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মধুসূদন বুরলাকোতি নামে এক কর্মকর্তা বলেন, প্রত্যেক হিমালয় পর্বতারোহী নামার সময় নিজের ব্যবহৃত কমপক্ষে আট কেজি ওজনের আর্বজনা নিয়ে আসবেন এবং তা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

নতুন এ নিয়ম পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি পর্বতারোহীদের নিরাপত্তার বিষয়কেও গুরুত্ব দেবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।

ঊনত্রিশ হাজার ফুট উচ্চতা সম্পন্ন হিমালয় পর্বতমালায় অবর্জনার স্তুপ জমে যাওয়ায় এ পর্বতকে অনেকেই ‘ওয়ার্ল্ড হাইয়েস্ট গার্বেজ ডাম্প’ বলেও আখ্যায়িত করেন।

বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতের মধ্যে নেপালেই রয়েছে ৮টি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।