ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সন্তানের ছবি প্রকাশ করলেন এলটন জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, জানুয়ারি ১৮, ২০১১
সন্তানের ছবি প্রকাশ করলেন এলটন জন

লন্ডন: বিশ্বখ্যাত গায়ক স্যার এলটন জন ও তার পার্টনার ডেভিড ফার্নিশ প্রথমবারের মতো তাদের ছেলে সন্তান জ্যাচারি জ্যাকসন লেভনের ছবি প্রকাশ করেছেন। খবর স্কাই নিউজের।



গত বড়দিনে উৎসবে এই দম্পতি তাদের ছেলে সন্তানের জন্ম দেন। ওকে ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এলটন এবং ফার্নিশ জ্যাচারির জন্ম এবং তার প্রতি তাদের ভালবাসা নিয়ে খুলাখুলি কথা বলেন।

সঙ্গীত জগতের খ্যাতিমান এই ব্যক্তিত্ব বলেন, ‘এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। এটি সত্যিই অবর্ণনীয়। আমাদের একটি ছেলে আছে। ’

এলটন-ফার্নিশ দম্পতি তাদের সন্তানকে কিভাবে গড়ে তুলবেন সে পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘একটি সন্তানের জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি সন্তানকে আমার সমস্ত ভালবাসা উজাড় করে দেব এবং তাকে নষ্ট হতে দেব না। ’

গত শরতে এলটন বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, তিনি উকারেন এতিমখানা থেকে একটি ছেলে সন্তান দত্তক নিবেন। কিন্তু লেভ নামের ওই ছেলেকে দত্তক নেয়ার পরিকল্পনা ভেস্তে যায়। কারণ রাষ্ট্রের আইনানুযায়ী তিনি অবিবাহিত এবং বেশি বয়স্ক। এরপর তারা একজন মহিলার গর্ভাশয় ভাড়া করে (সারোগেটেট মাদার) এই ছেলে সন্তানের বাবা হন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।