ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বছরের সবচেয়ে হতাশার দিন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জানুয়ারি ১৮, ২০১১
বছরের সবচেয়ে হতাশার দিন!

লন্ডন: জানুয়ারি মাসের তৃতীয় সোমবার সবচেয়ে হতাশার দিন। দিনটাকে বলা হয় ব্লু মানডে।

আর কষ্টের চিহ্ণ হচ্ছে ব্লু বা নীল। ব্রিটেনবাসীর কাছে বছরের সবচেয়ে হাতাশার দিন এটি। মনস্তাত্ত্বিকরা এরকমই জানাচ্ছেন। খবর অরেঞ্জ অনলাইনের।
 
এই দিনটিকে এমন দিন হিসেবে বেছে নেওয়ার কারণ হচ্ছে, বড়দিন পরবর্তী ঋণের বোঝা, নতুন বছরে অঙ্গীকার পালনে ব্যর্থতা, গ্রীষ্মের আরামপ্রদ উষ্ণতাকে ‘দূর পরবাসে’ পাঠিয়ে ব্রিটেনের বাজে আবহাওয়া।

তবে দাতাসংস্থা অ্যাকশন এইডের অর্থায়নে পরিচালিত জরিপে দেখা গেছে, এরকম সব হতাশার দিনে প্রয়োজনে কাউকে সহায়তা করে, নিজের সম্পর্কে অপ্রত্যাশিত প্রশংসার কথা শুনে ও সমুদ্রের গর্জন শুনে শরীর-মন চাঙ্গা ও উৎফুল্ল করা যায়।

নীল কষ্টের ছোবল থেকে মুক্তি দিতে অ্যাকশন এইড লন্ডনের ফিন্সবারি এভিনিউ স্কয়ারে আয়োজন করেছে হ্যাপি বাবল। এই দিন মজার মজার অনেক কিছু বিনামূল্যে সোমবার সকাল ৭ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।