ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে গুলিবর্ষণ ও বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, ডিসেম্বর ১০, ২০১৩

ঢাকা: ইরাকে একটি নির্মাণাধীন ভবনে গুলিবর্ষণ ও শেষকৃত্য অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বাকুবা শহরের কাছে ইমাম ইদ্রিস গোরস্থানে দুটি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ২০ জন।

বাকুবা শহরটি রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।

এর আগে মঙ্গলবার সকালে আবরা গ্রামে বন্দুকধারীরা একটি চলন্ত গাড়ি থেকে একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাতজন নিহত হন। আবরা গ্রামটি ইরাকের রাজধানী থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

নাম না প্রকাশ করার শর্তে দেশটির নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।