ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, নভেম্বর ২৯, ২০১৩
লিবিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৪০

ঢাকা: লিবিয়ার দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

তবে নিহতের সংখ্যা ৩০ বলে দাবি করেছে সরকারি সংবাদ মাধ্যমগুলো।

মনে করা হচ্ছে, আফ্রিকান অভিবাসীসহ একটি দল ওই অস্ত্রাগারের তামা চুরি করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

ত্রিপোলির সাড়ে ছয়শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই অস্ত্রাগারে আসলে কী ধরনের বিস্ফোরণ ঘটেছিল এ ব্যাপারটি এখনও পরিষ্কার নয়।

বৃহস্পতিবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আফ্রিকান অভিবাসীসহ বেসামরিক ওই গ্রুপটি অস্ত্রাগারে ভাঙচুর চালিয়ে লুণ্ঠন করার চেষ্টাকালে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হলেও স্থানীয় আরেকটি সূত্র দাবি করেছে নিহতের সংখ্যা ৪০।

এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শেবা শহরের কাছে ব্রাক এল-শাতি এলাকার ওই অস্ত্রাগারটির কাছেই আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এদিন অশান্ত শহর বেনগাজিতে সহিংসতায় ৪ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সালাফিপন্থি মিলিশিয়া গ্রুপ আনসার আল-শরিয়ার সঙ্গে সংঘর্ষে ৩ নৌ সেনা নিহত ও আরও ৬ জন আহত হয়। আহত সেনাদের একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

উল্লেখ্য, আরব বসন্তের সময় লৌহমানব মোয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মিলিশিয়া গ্রুপগুলো সহিংস হয়ে ওঠায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী অপহৃত হওয়ার মতো ঘটনাও ঘটেছে দেশটিতে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।