ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, নভেম্বর ২৯, ২০১৩

ঢাকা: কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর পরিকল্পনায় সায় দিল কেন্দ্রীয় সরকার। এই কাজের জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষকে ১৫’শ কোটি রুপি দেবে ভারত সরকার।



বৃহস্পতিবার সরকারের তরফে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

পলি জমে কলকাতা বন্দরের নাব্যতা কমে যাওয়ায় বাণিজ্যিক নৌ তরী আশা প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বন্দরের কাজকর্ম। নাব্যতা বাড়লে বাড়বে বন্দর কেন্দ্র করে আগামী দিনে আমদানি-রফতানি বাণিজ্য।

পলি খনন করে নাব্যতা বাড়ানোর কাজে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হবে।

ইতিমধ্যেই নাব্যতা বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে, এই অনুমোদনের ফলে আগামী দিনে কলকাতা বন্দর আবার সরগরম হয়ে উঠবে পণ্যের ওঠা নামায়।

২০১৫-১৬ আর্থিক বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়:  ০০২৮ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৩ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।