ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শুক্রবার পশ্চিমবঙ্গে চলছে ৫টি পুরসভা নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, নভেম্বর ২২, ২০১৩

কলকাতা: কলকাতার ২টি ও বিধান নগরের ১টি ওয়ার্ড সহ হাওড়া, বহরমপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কৃষ্ণনগর পুরসভার ভোটপর্ব শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে।

ভারতের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুকে এটাই শেষ নির্বাচন।

নির্বাচন সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই তাদের শক্তির যাচাই করতে ময়দানে নেমেছে। এর মধ্যে একমাত্র হাওড়া পুরসভাটি বামেদের দখলে আছে।

মোট ৭৮৬ জন প্রার্থীর ভাগ্য এই প্রক্রিয়ার মাধ্যমে ঠিক হবে। এই নির্বাচনের আগের দিন শুক্রবার পশ্চিমবঙ্গের ২টি পুরসভা এবং ১টি কর্পোরেশনের নির্বাচিত বেশ কিছু প্রতিনিধি জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

এর ফলে ওই পুরসভা এবং কর্পোরেশনগুলো কংগ্রেসের হাতছাড়া হল।

এই নির্বাচনে পুরসভার উন্নয়নের কাজকর্মের সাথে ইস্যু হিসেবে উঠে আসছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নাগরিক নিরাপত্তা প্রভৃতি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩  
ভাস্কর সরদার/আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।