গাজায় আরও সহায়তা প্রবেশে ইসরায়েলের সম্মতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, তবে সংস্থাটির মানবিক সহায়তা প্রধান আল জাজিরাকে বলেছেন, এটি এখনো সাগরের তুলনায় এক ফোঁটা পানি মাত্র। সেখানকার কঠোর নিষেধাজ্ঞায় জীবনরক্ষাকারী সরঞ্জামের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা প্রতিদিন ১০ ঘণ্টা করে নির্দিষ্ট কিছু এলাকায় সামরিক হামলা থেকে ‘বিরতি’ দেবে যেন মানবিক সহায়তা বা ত্রাণ পৌঁছানো যায়। তবে এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে অন্তত ৬৩ জনকে হত্যা করেছে।
রোববার সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশে তারা সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে। এ ছাড়া সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী ট্রাকের জন্য নির্ধারিত করিডোর খোলা থাকবে।
তবে এ মানবিক যুদ্ধবিরতির প্রথম দিনেই আবারও বিমান হামলা শুরু হয়। আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি দেইর আল-বালাহ থেকে জানান, গাজা শহরে বিমান হামলা হয়েছে, যা ‘নিরাপদ’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং যেখানে ইসরায়েলি বাহিনী হামলা বন্ধ রাখার কথা বলেছিল।
ওই এলাকায় একটি বেকারিকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে সৃষ্ট মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন। তাদের মধ্যে দুজন শিশু। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় নতুন ফুড সেন্টার গড়ে তুলবে, যেখান থেকে মানুষ বাধাহীনভাবে খাবার নিতে পারবে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার জানিয়েছে, গাজার প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছে এবং প্রায় পাঁচ লাখ মানুষ ‘দুর্ভিক্ষের মতো’ অবস্থার মধ্যে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সম্প্রতি জানিয়েছে, গাজায় অনেক নারী অপুষ্টিতে ভুগছেন।
ফালাস্তিন আহমেদ নামে গাজার এক নারী আল জাজিরাকে জানান, তিনি নিজের এক-তৃতীয়াংশ ওজন হারিয়েছেন।
ইসরায়েল নতুন কিছু করিডোর অনুমোদন দিলেও, সংযুক্ত আরব আমিরাত ও জর্দানের ত্রাণ সহায়তা বিমানপথে সরবরাহ এখনও ঝুঁকিপূর্ণ ও অপ্রতুল।
আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, আল-রাশিদ রোডের কাছে একটি বাস্তুচ্যুতদের শিবিরে ত্রাণ ফেলা হলে একটি প্যালেট সরাসরি তাঁবুর ওপর পড়ে অন্তত ১১ জন আহত হন।
আরএইচ