ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, নভেম্বর ২১, ২০১৩
তুরস্কে আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে গ্রেফতার ১

ঢাকা: তুরস্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

তুরস্কের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, অভিযুক্ত ওই হামলাকারীকে পুলিশ প্রথমে গুলি করে।

পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু দেশটির প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা টুইটার বার্তায় জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা ফাঁকা গুলি করে। এতে কেউ আহত হয়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে ওই এলাকায় নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়েছে।

আনাতোলিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভবনে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা বিস্ফোরকবাহী পোশাক পরা অবস্থায় ওই হামলাকারীকে দেখতে পায়।

তবে এ ঘটনার সময় প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান কার্যালয়ে ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।