ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, নভেম্বর ৮, ২০১৩
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জর্ডান

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল জর্ডান। জাতিসংঘের কূটনীতিক সূত্র অনুযায়ী, নির্বাচিত হয়েও সৌদি আরবের সদস্যপদ প্রত্যাখ্যানের পর নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হচ্ছে জর্ডান।



আগামী জানুয়ারি থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে।

ত ১৭ অক্টোবর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরব লিগ থেকে অস্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে সৌদি আরবকে নির্বাচিত করা হয়। সৌদির প্রত্যাখানের পর এখন সে স্থানেই জর্ডানকেই নির্বাচিত করা হয়েছে।

এর আগে, নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা অস্থায়ী পরিষদের আসন প্রত্যাখান করছে।

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও সিরিয়া সংকটে নিরাপত্তা পরিষদের ব্যর্থ ভূমিকাসহ বিশ্বশান্তি রক্ষায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে জাতিসংঘের এ অঙ্গসংগঠন থেকে নিজেদের প্রত্যাহার করে সৌদি।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য। বাকি ১০টির পাঁচটি দুই বছরের জন্য নির্বাচিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।