ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ঘানার অর্থলোভী মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, নভেম্বর ৮, ২০১৩
ঘানার অর্থলোভী মন্ত্রী বরখাস্ত

ঢাকা: ঘানার এক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া মন্ত্রী হচ্ছেন যোগাযোগ উপমন্ত্রী ভিক্টোরিয়া হাম্মাহ।



১০ লাখ মার্কিন ডলারধারী না হওয়া পর্যন্ত মন্ত্রীত্ব ছাড়বেন না-তার এমন বক্তব্যের রেকর্ড ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিল সরকার।

ওই টেপ রেকর্ডে তাকে বলতে শোনা যায়, ‘আপনার অর্থ থাকলে আপনি জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ’
টেপ রেকর্ডটি ঘানাজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে ওই টেপ রেকর্ড কিংবা তার বরখাস্ত হওয়া নিয়ে মন্তব্য করেননি ভিক্টোরিয়া হাম্মাহ।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জন মাহামাকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।