ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, নভেম্বর ৮, ২০১৩
অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্তি

ঢাকা: অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে বলে শুক্রবার দেশটির শুল্ক বিভাগ প্রকাশিত এক তথ্যে একথা জানানো হয়।

এর আগে গত সেপ্টেম্বরে এ বাণিজ্য উদ্বৃত্তির পরিমাণ ছিল এক হাজার ৫২০ কোটি ডলার।

কিন্তু অক্টোবরে এসে এ উদ্বৃত্তির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন হাজার ১১০ কোটি ডলারে।

সম্প্রতি চীনের রপ্তানি বৃদ্ধির ফলে বাণিজ্য উদ্বৃত্তির এ পরিমাণ পূর্ব ধারণার চেয়েও বেশি হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

গত বছরের একই সময়ে চীনের বাণিজ্য উদ্বৃত্তির পরিমাণ ধারণার চেয়ে ৩.৩ শতাংশ কম ছিল।

শুক্রবার দেশটির শুল্ক বিভাগ জানায়, অক্টোবরে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫.৬ শতাংশ। আর্থিক হিসেবে যা আঠারো হাজার ৫৪০ কোটি ডলার। পাশাপাশি আমদানির পরিমাণ বেড়েছে ৭.৬ শতাংশ।

এছাড়া চলতি বছরের প্রথম দশমাসে গত বছরের একই সময়ে তুলনায় চীনের সার্বিক বাণিজ্য ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ কোটি ডলারে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
জেডএস/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।