ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ থেকে পাচারের সময় ৭ ট্রাক আলু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, নভেম্বর ৭, ২০১৩

কলকাতা: পাতে যে তরকারিই থাকুক না কেন, বাঙালির পাতে আলু না হলে চলবে না। তাই আলুর বাড়তি দাম নিয়ে দারুণ চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



সরকার আলু প্রতি কেজি ১৩ টাকা নির্ধারণ করে দেয়। নির্ধারিত এ দামের আগে কেটি প্রতি ১৫ টাকা দরে বিক্রি হতো। আর এ কারণেই রাজ্যে হৈ-চৈ পড়ে যায়।

অবস্থা সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েক দিন আগে নিজের হাতে এ দায়িত্বভার নিয়ে নেন। পশ্চিমবঙ্গের আলু অন্য রাজ্যে না পাঠানোর জন্য নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়ে পাচার হওয়ার সময় রাজ্যের আসানসোল থেকে সাত ট্রাক আলু আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিন। কিন্তু আটককৃত আলু থানায় যাওয়ার বদলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছে।

সেখান থেকে আবার সেই আলু বিক্রিও করে দেওয়া হয় পুলিশেরই সামনে! এমন কাণ্ড ঘটেছে আসানসোলের কুলটিতে। আসানসোলের পাশেই ঝাড়খন্দ রাজ্য।
 

আসানসোল-দুর্গাপুর পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চৌরঙ্গী মোড়ের কাছে ওই সাতটি আলুবোঝাই ট্রাক আটক করে। সেখান থেকে ট্রাকগুলো সোজা পৌঁছে যায় নিয়ামতপুর তৃণমূল কার্যালয়ে।

অবশ্য দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া দাম মেনে তারা ওই আলু বিক্রি করেন। এ লাকায় আলু সঙ্কট মেটাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা।

পাচার হওয়ার পথে আটক করা আলু দলীয় কার্যালয়ে এনে বিক্রি করায় এ নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশ সময়: ২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএস/টিএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।