ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উ. কোরিয়ার হামলার আশঙ্কায় মহড়া স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, ডিসেম্বর ২০, ২০১০
উ. কোরিয়ার হামলার আশঙ্কায় মহড়া স্থগিত

সিউল: দক্ষিণ কোরিয়া সোমবার গোলন্দাজ বাহিনীর উন্মুক্ত মহড়া শুরু করার এক ঘণ্টা পর উত্তর কোরিয়ার পাল্টা হামলার আশঙ্কায় তা শেষ করেছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মহড়া শেষ হয়েছে বলে নিশ্চিত করতে পারছে না। পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এর আগে ওই মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইয়নপিয়ং দ্বীপে স্থানীয় সময় ০২৩০টায় মহড়া শুরু হয়েছে।

গত মাসে একইরকম আরেকি মহড়া চলাকালে উত্তর কোরিয়া থেকে ওই দ্বীপে বোমা নিক্ষেপ করা হয়।
চারজন নিহত হয়। উত্তর কোরিয়া হুমকি দিয়ে জানিয়েছিল, পুনরায় মহড়া শুরু হলে তারা ভয়াবহ হামলা চালাবে।

ওই দ্বীপের একটি বাংকারে অবস্থানরত বার্তা এএফপির একজন আলোকচিত্রি জানান, তিনি কামানের শব্দ এখন আর শুনতে পাচ্ছেন না। তবে এখনো হালকা অস্ত্রশস্ত্রের শব্দ মাঝেমাঝে শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।