ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের যুদ্ধ বিমান হামলায় গাজায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ডিসেম্বর ১৯, ২০১০
ইসরায়েলের যুদ্ধ বিমান হামলায় গাজায় নিহত ৫

গাজা: গাজার দণিাঞ্চলের দিয়ার ই বালাহ শহরে শনিবার রাতে ইসরায়েলের বিমান হামলায় ৫ জন ফিলিস্তিন জঙ্গি নিহত হয়েছে। উভয় দেশেই এই তথ্য নিশ্চিত করেছে।



উন্মুক্ত স্থানে অস্ত্র নিয়ে অবস্থান করা কয়েকজনের ওপর ইসরায়েলের বিমান জঙ্গি সন্দেহে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের সেনা মুখপাত্র জানান, বিমান বাহিনী হামলা চালিয়ে শনিবার গাজার সন্দেহভাজন ৫ জন জঙ্গিকে হত্যা করেছে। তারা ধারণা করছেন, জঙ্গিরা ইসরায়েল ভূখন্ডে রকেট হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

ফিলিস্তিনের একজন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই বিস্ফোরনের ঘটনা ঘটে এবং ৫ ফিলিস্তিনি নিহত হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।