ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গলছে আর্জেন্টিনার হিমবাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, ডিসেম্বর ১৪, ২০১০
গলছে আর্জেন্টিনার হিমবাহ

বুয়েনস এইরেস: বৈশ্বিক উষ্ণতার কারণে আর্জেন্টিনার অ্যামেঘিনো হিমবাহ আশি বছরে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গলে গেছে।

পরিবেশ বিষয়ক বেসরকারি সংস্থা গ্রিনপিস মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।



উল্লেখ্য, অ্যামেঘিনো আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় পেটাগোনিয়ান আইস ফিল্ডের অংশবিশেষ। এ মাঠে ১৩টি বড় এবং ১৯০টি ছোট হিমবাহ রয়েছে।

সম্প্রতি গ্রিনপিস এই হিমবাহের কিছু ছবি প্রকাশ করে। এই ছবিগুলোর একটি তোলা হয়েছিল ১৯৩১ সালে অপরটি চলতি বছরের মার্চ মাসে। গ্রিনপিস এবং আর্জেন্টাইন ইনস্টিটিউট অব স্নো অ্যান্ড গ্ল্যাসিয়ার স্টাডিজ (আইনিগলা) যৌথ অভিযানের সময় বর্তমান ছবিটি তোলা হয়েছিল, আর অপর ছবিটি ফাদার অ্যালবার্তো মারিয়া দ্য আগোসদানি একই স্থান থেকে ১৯৩১ সালে তুলেছিলেন।   এই ছবিগুলোর মাধ্যমেই বরফ গলে যাওয়া চোখে পরে।

গ্রিনপিসের প্রচারণা বিষয়ক পরিচালক হুয়ান কার্লোস ভিয়ালংগা বলেন, ‘বর্তমান দশকেই এই বরফ গলে গেছে। ধারণা করা হচ্ছে, আন্দিজ পর্বতমালার সব বরফ গলে গেছে। ’
 
(আইনিগলা) পরিচালক রিকার্দো ভিয়ালবা বলেন, ‘আইনিগলা কিছু দিন আগে থেকেই অ্যামোঘিনো হিমবাহ নিয়ে গবেষণা করছে। এক বছর আগে-পরের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা যায় বর্তমানে তুষার দ্রুতগতিতে গলে যাচ্ছে। ’
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।