ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, ডিসেম্বর ১৪, ২০১০
দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধানের পদত্যাগ

সিউল: দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল হোয়াং ইউই-দন পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বিবিসির।

তার পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে সিউলে তার বিরুদ্ধে একটি সম্পত্তিসংক্রান্ত চুক্তিতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

উত্তর কোরিয়ার সঙ্গে চলমান বিবাদের মধ্যে তিনি পদত্যাগ করলেন। চলতি বছর জুন মাসে জেনারেল হোয়াংকে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়াং-ও পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।