ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের পক্ষে বিশ্ব জনমত গড়ার চেষ্টা করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, ডিসেম্বর ১০, ২০১০
অ্যাসাঞ্জের পক্ষে বিশ্ব জনমত গড়ার চেষ্টা করছেন পুতিন

মস্কো: রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষে বিশ্বনেতাদের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ব্রিটেনে অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের ঘটনাকে তিনি অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন।



ব্রিটিশ কারাগারে আটক অ্যাসাঞ্জের পক্ষের সমর্থকরা বিশ্বব্যাপী হ্যাক-টিভিস্ট (হ্যাক ও অ্যাক্টিভিস্ট থেকে) হিসেবে পরিচিতি পেয়েছেন। উইকিলিকসের বিরোধীদের ওয়েবসাইটে সাইবার হামলা চালাচ্ছে তারা। এ অভিযোগে হল্যান্ডে একজন গ্রেপ্তার হয়েছে।

ভিসা, মাস্টারকার্ড ও অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়ায় হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইটটির সমর্থকরা অ্যামাজন.কমের ওয়েবসাইটে হামলা করে অফলাইনে নেওয়ার চেষ্টা করে।

ডাচ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। ছেলেটি ভিসা ও মাস্টারকার্ডের ওয়েবসাইটে হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জাতীয় কৌঁসুলি কার্যালয়ের মুখপাত্র উইম ব্রুইন বলেন, ‘কিশোরটি সম্ভবত বড় কোনো হ্যাকার গ্রুপের সদস্য। ’

অ্যাসাঞ্জের পক্ষ নিয়ে পুতিন বলেন, ‘মি. অ্যাসাঞ্জকে কেন কারাগারে লুকিয়ে রাখা হয়েছে? এটাই কি কূটনীতি? গ্রামে যেমন, এক কালো লোক আরেকজনকে ডেকে বলে তুই কালো। ’

পুতিন আরও বলেন, ‘আমি আমার আমেরিকার সহকর্মীদের কোর্টেই বলটা ফিরিয়ে দিলাম। ’ রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি অ্যাসাঞ্জের সঙ্গে সংহতি প্রকাশ করে জানিয়েছেন, এটা মত প্রকাশের স্বাধীনতাবিরোধী।

একটি বিবৃতিতে উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টিন হ্রাফনসন বলেন, ‘আমরা এ হামলার নিন্দা বা প্রশংসা কোনোটাই করছি না। আমরা বিশ্বাস করি, এগুলো জনমতের প্রতিফলন। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।