ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, ডিসেম্বর ৯, ২০১০
মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৭

মেক্সিকো সিটি: মেক্সিকোর পূর্বাঞ্চলে বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। আইন বিভাগের কর্মকর্তারা এতথ্য জানান।



নিহতদের মধ্যে ২ জন চালক এবং ৫ জন পুলিশ কর্মকর্তা ছিলেন।

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’ কে বলেন, দুই জন যাত্রী বেঁচে আছেন।

তবে এর আগে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে ১১জন যাত্রী ছিলো। এরমধ্যে দুইজন কয়েদি। বিধ্বস্ত হওয়ার আগে কয়েদিদের কারাগারে স্থানাস্তর করা হয়েছে।  

মেক্সিকো সিটি থেকে ২৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘন কুয়াশার কারণেই বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে জানাগেছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।