ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে ফিরছে শরণার্থী পরিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ডিসেম্বর ৫, ২০১০

পেশোয়ার: জাতিসংঘ ও পাকিস্তান সরকারের সহায়তায় পাকিস্তানি শরণার্থী পরিবারের প্রথম বহরটি দক্ষিণ ওয়াজিরাস্তানে ফিরেছে। তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের সময় তারা স্থানচ্যুত হয়।

রোববার এক জাতিসংঘ কর্মকর্তা একথা জানান।    

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র দুনিয়া আসলাম খান বার্তা সংস্থা এএফপিকে জানান, শনিবার ৪১টি পরিবার বাড়ি ফিরেছে।

বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত দণি ওয়াজিরিস্তানের ১০ টি গ্রামে আট হাজার পরিবারকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানটিকে তালেবানের সদর দফতর হিসেবে চিহ্নিত করেছে।

ধারণা করা হয়, ৩ লাখ ৬৪ হাজার ২৮ জন পাকিস্তানের পাশ্ববর্তী আদিবাসী অঞ্চলে আশ্রয় নিয়েছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।