ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পীত সাগরে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া: সিউল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, নভেম্বর ২৬, ২০১০
পীত সাগরে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া: সিউল

সিউল: উত্তর কোরিয়া পীত সাগরে সামরিক মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার একথা জানান।

দক্ষিণ কোরিয়ার দ্বীপে গোলা হামলার তিনদিন পর তারা সামরিক মহড়া করছে বলে সিউল উল্লেখ করেছে।

মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ভোর তিনটার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা গেছে। উত্তর কোরিয়া থেকে ওই শব্দগুলো এসেছে।

তিনি জানান, আমরা ধারণা করছি উত্তর কোরিয়া ওই মহড়া চালাচ্ছে। তবে সাগর সীমান্তে কোন প্রান্তে তারা ওই মহড়া চালিয়ে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে ওয়াইটিএন টেলিভিশনের উদৃতি দিয়ে সেনা সূত্র জানায়, প্রায় ২০টি কামানের গোলা উত্তর কোরিয়ার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে।

মঙ্গলবার উত্তর কোরিয়ার গোলা হামলায় দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনাসহ চারজন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।