ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ছেলেকে নিয়ে ব্যস্ত দিন কাটালেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, নভেম্বর ২৪, ২০১০
ছেলেকে নিয়ে ব্যস্ত দিন কাটালেন সু চি

ইয়াঙ্গুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছোট ছেলে বুধবার মায়ের সঙ্গে ব্যস্ত সময় পার করেছেন। তারা প্যাগোডা ও সমাধিতে গিয়েছেন।

রাজনৈতিক নেতা ও সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন।

সকাল ৭টা সু চি ছেলেকে নিয়ে ইয়াঙ্গুনের সৌদাগর প্যাগোডায় যান এবং তার চাচার আতিথিয়তা গ্রহণ করেন। পরে বিকালে সু চি তার দলে নতুন নারী সদস্যের সঙ্গে বৈঠক করেন।     

সু চি যেখানেই গিয়েছেন সাদা পোশাকে পুলিশ এবং একজন নিরাপত্তা রক্ষী ও তার রাজনৈতিক নেতারা সঙ্গে ছিলো।

অ্যারিস মঙ্গলবার ইয়াঙ্গুন আসেন মায়ের সঙ্গে দেখা করতে। গত ১৩ নভেম্বর সু চিকে দীর্ঘ দিনের গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেয় সামরিক জান্তা।  

বাংদেশ সময় : ১৮২৩ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।