ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের স্থল অভিযান, লাখো বাসিন্দা ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
গাজায় ইসরায়েলের স্থল অভিযান, লাখো বাসিন্দা ঝুঁকিতে

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

শহরের উপকণ্ঠ থেকে এ অভিযান শুরু হয়েছে। গাজা শহর এ অঞ্চলের সবচেয়ে বড় নগর কেন্দ্র হওয়ায় সামরিক দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত বেশি।

নাম প্রকাশ না করার শর্তে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পরিকল্পনা ছিল ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে তারপর অভিযান চালানো। কিন্তু গত দুই মাসে অল্প কয়েকজন বাসিন্দাকে সরানো সম্ভব হয়েছে। তাই শেষ পর্যন্ত সরাসরি অভিযান শুরু করা হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে শহরের ওপর ব্যাপক বিমান হামলার পর স্থল অভিযান শুরু হলো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে গাজা শহর দখলের নির্দেশ দেন। তিনি শহরটিকে হামাসের প্রধান ঘাঁটি আখ্যা দিয়ে বলেন, হামাস নির্মূলের জন্য গাজা দখল অপরিহার্য।

এদিকে অভিযানের ফলে শহরের লাখো বাসিন্দা বিপদের মুখে পড়েছেন। একের পর এক বহুতল ভবনে হামলা চলছে— যেখানে গত মাসেই প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইতোমধ্যে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ গাজা থেকে পালিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, আরও এক লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এক্সে পোস্ট করে লিখেছেন, গাজা আগুনে পুড়ছে। আইডিএফ সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং সাহসের সঙ্গে লড়াই করছে, যাতে বন্দিদের মুক্তি ও হামাসের পরাজয় নিশ্চিত করা যায়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। এতে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন এবং অন্তত ২৫১ জনকে জিম্মি করা হয়। এদের মধ্যে এখনও ২০ জন জীবিত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।