ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো, বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, সেপ্টেম্বর ১৬, ২০২৫
নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো, বললেন এরদোয়ান সেপ তাইয়েপ এরদোয়ান

কাতারে হামলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন।

গত সপ্তাহে হামাসের প্রতিনিধিদল আলোচনার জন্য কাতারে গেলে ইসরায়েল এই হামলা চালায়।

 

এরদোয়ান বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।

এরদোয়ান এর আগে ও নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং ইসরায়েলি সরকারকে ‘খুনের নেটওয়ার্ক’  হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আশা করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে আরও বেশি সমর্থন জানানো হবে।

কাতারে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, তিনি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি তুলে ধরবেন। সেখানে বিশেষ একটি সপ্তাহ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।