যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ভেনিজুয়েলার অভিযুক্ত ‘গ্যাং সদস্যদের’ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
উত্তর টেক্সাসে আটক ভেনিজুয়েলানদের ফেরত পাঠানোর পরিকল্পনার বিরুদ্ধে একটি মানবাধিকার সংগঠন মামলা করলে, আদালত নির্দেশ দেয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো বন্দিকে যেন ফেরত পাঠানো না করা হয়।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনিজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’ মার্কিন ভূখণ্ডে হামলার হুমকি দিচ্ছে। এর জেরে শত শত ভেনিজুয়েলানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ‘এলিয়েন এনিমিজ অ্যাক্ট’ ব্যবহার করে এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছে।
৮ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ২৬১ জন ভেনিজুয়েলানের মধ্যে ১৩৭ জনের বিরুদ্ধে সরাসরি এই যুদ্ধকালীন আইন প্রয়োগ করা হয়।
১৭৯৮ সালের এই আইন সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, যখন জাপানি বংশোদ্ভূত মানুষদের বিচার ছাড়াই আটক করে ইন্টার্নমেন্ট ক্যাম্পে পাঠানো হয়েছিল।
গত মার্চে একটি নিম্ন আদালত এই বহিষ্কার স্থগিত করেছিল, পরে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে ট্রাম্প প্রশাসনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং ফেরত পাঠানোর আগে আটক ব্যক্তিদের আপিলের সুযোগ দিতে বলা হয়।
এদিকে, অভিযোগ উঠেছে, ইংরেজিতে নোটিশ পাঠিয়ে এবং ভাষাগত সহায়তা না দিয়ে ভেনিজুয়েলানদের ন্যায্যতার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন আদালতে জানায়, এভাবে অনেকের জীবন ঝুঁকিতে পড়তে পারে।
এই বিতাড়নের প্রক্রিয়ায় সবচেয়ে আলোচিত ঘটনা হলো, ভুল করে এল সালভাদরের নাগরিক কিলমার আব্রেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও সরকার তাকে এমএস-১৩ গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে, পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাকে ফেরৎ আনার জন্য, তবে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, আব্রেগো গার্সিয়া আর কখনো যুক্তরাষ্ট্রে বাস করতে পারবেন না। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন তাকে এল সালভাদরের একটি নতুন কারাগারে গিয়ে দেখে এসেছেন।
ট্রাম্প তার দ্বিতীয় অভিষেক ভাষণে ‘সব বিদেশি গ্যাং ও অপরাধী নেটওয়ার্ক’ নির্মূলের অঙ্গীকার করেছিলেন, আর এই বিতাড়ন সেই প্রতিশ্রুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এমএম