ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়ারশতে বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, অক্টোবর ১২, ২০১০
ওয়ারশতে বাস-ট্রাকে সংঘর্ষে নিহত ১৭

ওয়ারশ: পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে যাত্রীবাহি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে মঙ্গলবার সকালে ১৭ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর এএফপি’র।

দুটি গাড়িই দ্রুতবেগে চলছিলো বলে ধারণা করা হচ্ছে এবং দুর্ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র তাদুস কাকমারেক বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পরে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

বাসে ১৮ জন যাত্রী ছিলেন তারা সম্ভবত ঋতুভিত্তিক শ্রমিক। যাত্রীদের আগে থেকে সিটবেল্ট বাঁধতে সতর্ক করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র মারিউস সোকোলউস্কি। তিনি আরও বলেন, বাসটি যাত্রী পরিবহনের মতো ভালো অবস্থা ছিল না।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৬, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।