ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত অন্তত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, অক্টোবর ৫, ২০১০
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত অন্তত ৫৬

জাকার্তা: ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫৬ জনের মৃত্যু ও আরও ২৪ জন নিখোঁজ হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একজন কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানান।



গত রোববার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সোমবার থেকে পশ্চিম পাপুয়ার তেলুক ওয়ানদামা জেলায় শুরু হয় বন্যার তাণ্ডব।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দানি কিসমিয়ান্তো বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘৫৬ জন নিহত ও ২৪ জন নিখোঁজ রয়েছে বলে আমরা স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়েছি। ’ নাবিরে ও মানোকোয়ারি জেলায় ৮১ জন মারাত্মক আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা হিসেব করে দেখেছি মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ প্রবল বন্যার মধ্যে উদ্ধারকর্র্মীদের সেখানে পৌঁছতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ’

সমাজকল্যাণ মন্ত্রী আগুং লাকসোনো’র উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আন্তারা জানায়, ঘরবাড়ি ছাড়াও বন্যায় শিা প্রতিষ্ঠান, সেতু ধ্বংস হয়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।