ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে অস্ত্র নিয়ে যাওয়ায় ছাত্র গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
যুক্তরাষ্ট্রে স্কুলে অস্ত্র নিয়ে যাওয়ায় ছাত্র গ্রেপ্তার

স্কুলে অস্ত্র নিয়ে যাওয়ায় এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ১৫।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী ফিনিক্সের একটি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত। শুক্রবার সে লুকিয়ে একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল স্কুলে নিয়ে আসে। এসময় তার খাবারের বক্সে রাইফেলের গুলি পাওয়া যায়।

ফিনিক্স পুলিশ কর্মকর্তারা বলেছেন, খবর পেয়ে তারা ওইদিন দুপুর ১টার দিকে মেরিভেলের বোস্ট্রম হাই স্কুলে যান। পরে সেখান থেকে রাইফেলসহ ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তার লাঞ্চ বক্সে গোলাবারুদ পাওয়া যায়।

এনবিসি নিউজকে ফিনিক্স পুলিশের কমিউনিকেশন ডিরেক্টর ডোনা রসি বলেন, সম্ভাব্য বন্দুকের কথা কর্মকর্তাদের জানানোর সঙ্গে সঙ্গে সাথেই স্কুলটিকে লকডাউন করে দেওয়া হয়েছিল। পরে এক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী শনিবার পর্যন্ত পুলিশ হেফাজতে ছিল। তার বিরুদ্ধে দুটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ