ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

চেলসির লজ্জাজনক হার, সেরা চারে ওঠার সুযোগ ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জুলাই ১২, ২০২০
চেলসির লজ্জাজনক হার, সেরা চারে ওঠার সুযোগ ম্যানইউ’র দলের পরাজয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ছেন উইলিয়ান

শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকার জন্য লড়াই করছে চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টর ইউনাইটেড। কিন্তু তেমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে লজ্জাজনক পরাজয় বরণ করেছে ব্লুজরা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা হেরেছে ৩-০ ব্যবধানে। 

চেলসির পরাজয়ে লাভ হয়েছে ইউনাইটেড ও লেস্টারের। পরের ম্যাচে জিতলেই ব্লুজদের পেছনে ঠেলে যেকোনো একদল ওঠে আসবে তিনে।

সেই সুযোগ অবশ্য বেশি লেস্টারের। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বর্তমানে চারে আছে তারা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে রেড ডেভিলরা। হারলেও অবশ্য ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।  

লেস্টার-ইউনাইটেড যদি পরের ম্যাচেই জিতে তবে পাঁচে নেমে যাবে ব্লুজরা। সেক্ষেত্রে লেস্টার ওঠে আসবে তিনে আর ওলে গানার সুলশারের দল দখল করবে চতুর্থ স্থান।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।