সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে এবার কাতারের আল সাদে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। দুই মৌসুম পর সৌদি আরবের ক্লাবটির সঙ্গে পথচলার ইতি টানতে যাচ্ছেন লিভারপুলের সাবেক এই তারকা।
ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, কাতারি জায়ান্ট আল সাদের সঙ্গে সব ধরনের চুক্তিতে পৌঁছে গেছেন ফিরমিনো। যদিও আল আহলির সঙ্গে তার বর্তমান চুক্তির আরও এক বছর বাকি ছিল।
২০২৩ সালে দীর্ঘদিনের ক্লাব লিভারপুল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান ফিরমিনো। নতুন ক্লাব আল আহলির হয়ে ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। চলতি মৌসুমে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার। এই প্রতিযোগিতায় ৬ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেন তিনি। ফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে দুটি অ্যাসিস্ট ছিল ফিরমিনোর নামের পাশে।
তবে সৌদি লিগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে তাকে স্কোয়াডে রাখেনি আল আহলি। তখন থেকেই শুরু হয় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা। ক্লাব প্রেসিডেন্ট খালেদ আল-ঘামদি পরবর্তীতে জানান, চুক্তির আগে থেকেই ফিরমিনোর সঙ্গে দুই মৌসুম পর ক্লাব ছাড়ার বিষয়ে সমঝোতা ছিল।
এদিকে গ্রীষ্মের দলবদলে ফিরমিনোর নিজ দেশে ফেরার গুঞ্জনও উঠেছিল। ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো তাকে দলে টানতে আগ্রহী বলে সংবাদ প্রকাশ হয়। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যেই থাকার সিদ্ধান্ত নিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
ফিরমিনোর বিকল্প খুঁজতে ইতিমধ্যে সরব আল আহলি। গুঞ্জন উঠেছে, তারা আক্রমণভাগে নতুন তারকা আনতে লিওনেল মেসি ও মেসন গ্রিনউডের মতো খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করেছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি সৌদি ক্লাবটি।
আরইউ