নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে দেখা যাবে না ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাতীয় দলের ম্যানেজার আমের খান মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের জানান, হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা করা হলেও লেস্টার সিটি তাকে ছাড়পত্র দেয়নি। কারণ, সর্বশেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন এই মিডফিল্ডার। ফলে নেপাল সফরের জন্য তাকে পাওয়া যাচ্ছে না।
এদিকে আজ জানা যায়, ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় লেস্টার সিটি তাকে ছাড়ছে না।
বাংলাদেশ দল বুধবারই নেপালের উদ্দেশে দেশ ছাড়বে। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। তবে দল নিয়ে বাড়তি চিন্তা ফয়সাল আহমেদ ফাহিমকে ঘিরে। চোট সমস্যায় ভুগলেও পর্যবেক্ষণে থেকে দলের সঙ্গেই যাচ্ছেন তিনি। ফিট থাকলে খেলবেন নেপালের বিপক্ষে।
এআর/আরইউ