এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে লড়াই করে টিকতে পারেনি বাংলাদেশ। ভিয়েত ত্রি স্টেডিয়ামে স্বাগতিকদের দাপটে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে ছিল লাল-সবুজের দল।
ম্যাচের ১৫ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। গুইয়েন দিন বাকের পাস থেকে গুইয়েন গক মাইয়ের শটে এগিয়ে যায় ভিয়েতনাম। ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু ছিলেন না ডাগআউটে, জ্বরে আক্রান্ত হয়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। সহকারী কোচ হাসান আল মামুন দায়িত্ব নিলেও খুব একটা কাজ হয়নি।
প্রথমার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোরসালিন ও আল আমিন। বিরতির পর মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল, তবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। বরং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ছিলেন সপ্রতিভ। বাঁম প্রান্ত দিয়ে কয়েকবার স্বাগতিকদের চাপে ফেলেন এই লেফটব্যাক।
তবে ভিয়েতনামের আক্রমণ সামলানোই ছিল বাংলাদেশের জন্য মূল কাজ। বারবার দলকে রক্ষা করেছেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে অন্তত তিনটি নিশ্চিত গোল ঠেকান তিনি। কিন্তু ৮৩ মিনিটে আর রুখতে পারেননি লে ভিক্তরের হেড। কর্নার থেকে উঠে আসা সেই গোলে ব্যবধান হয় ২-০। যোগ করা সময়ে ফি হোয়াংয়ের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত।
গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও এখনো সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে টিটুর শিষ্যরা। বাছাইপর্বে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ জায়গা পাবে মূলপর্বে।
এআর