ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ-আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ১৭, ২০২৫
ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ-আর্জেন্টিনার ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যদিও হেরে যায় শেষ মুহূর্তে গিয়ে।

পরের লেগে হংকংয়ের মাঠে ড্র করে আসে লাল-সবুজ জার্সিধারীরা। যার বদৌলতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৩ নম্বরে।  

এদিকে সমান উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। লম্বা সময় এক নম্বরে থাকা দলটি গত হালনাগাদে তিন নম্বরে নেমে যায়। এবারের হালনাগাতে এক ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুর্তো রিকোকে হারিয়ে এই উন্নতি হয়েছে স্কালোনির শিষ্যদের। অপরদিকে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে হারালেও নিজেরা পরাজিত হয় জাপানের কাছে। ফলে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছে তারা।  

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে আছে দেশটি। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে নেদারল্যান্ডস। আট নম্বরে থাকা বেলজিয়ামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছে ইতালি। আর দুই ধাপ উন্নতি হয়েছে জার্মানির। শীর্স দশে ঢুকেছে দলটি।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।