নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে ফ্লাইট জটিলতায় যাত্রা পিছিয়েছে।
এর আগে দুপুরে উড়াল দেওয়ার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর খেলোয়াড়দের অপেক্ষায় থাকতে হয়। সর্বশেষ নিশ্চিত হওয়া সময় অনুযায়ী সন্ধ্যায়ই উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আগে এই দুটি ম্যাচকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
২৩ সদস্যের দলে রয়েছেন নিয়মিত তারকা জামাল ভূঁইয়া, তপু বর্মণ, রহমত মিয়া, তারিক কাজী ও রাকিব হোসেন। তবে ইনজুরির কারণে আসতে পারেননি হামজা চৌধুরী। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলায় ব্যস্ত থাকায় নেই ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।
২০২২ সালে সর্বশেষ নেপালের বিপক্ষে ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের শোধ নেওয়ার পাশাপাশি হংকংয়ের বিপক্ষে আসন্ন বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিকে আরও দৃঢ় করাই মূল লক্ষ্য জামাল-তপুরা।
এআর/আরইউ