ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই সামনে, কোচহীন বাংলাদেশ দল প্রস্তুতিহীনতার দোলাচলে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জুলাই ১২, ২০২৫
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই সামনে, কোচহীন বাংলাদেশ দল প্রস্তুতিহীনতার দোলাচলে অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়োগ বিষয়য়ক আলোচনা

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। প্রতিদ্বন্দ্বীরা ইতোমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়লেও বাংলাদেশ এখনো কোচ ঠিক করতে পারেনি।

ভারতের মতো প্রতিপক্ষ যেখানে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো কোচ নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

আজ জাতীয় দল কমিটির ফর্টিজে অনুষ্ঠিত বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়োগ। তবে দীর্ঘ আলোচনা শেষে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। মূলত কোচ বাছাইয়ে প্রাসঙ্গিক যোগ্যতা ও আগ্রহের অভাবই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফিফা উইন্ডোতে জাতীয় দলের দায়িত্বে থাকবেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে অনূর্ধ্ব-২৩ দলের জন্য নতুন বিকল্প খুঁজতে হচ্ছে। এএফসি প্রো লাইসেন্সধারী দেশি কোচদের তালিকায় রয়েছেন মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার এবং জাকারিয়া বাবু। তবে তাদের মধ্যে অধিকাংশই অনাগ্রহী হওয়ায় সংকটে পড়েছে বাফুফে।

পরিস্থিতি বিবেচনায়, ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর টিটু বা ফর্টিজের কায়সার দায়িত্ব পেতে পারেন বলে সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, এবার বাছাই পর্বে বাংলাদেশের সামনে ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আগস্টে একটি বা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও উঠে এসেছে বৈঠকে। সম্ভাব্য ক্যাম্প আয়োজন করা হতে পারে দেশে ফর্টিজে অথবা বিদেশে—তবে এখনো এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাফুফের অন্যতম ব্যয়ের খাত হোটেল ব্যয়। বছরে কোটি টাকার বেশি খরচ হয় জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের আবাসনের পেছনে। তবে আশার কথা, ফর্টিজের ডরমেটরি ব্যবস্থা কয়েক মাসের মধ্যে উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প আয়োজন সম্ভব হতে পারে। এ নিয়ে সভায় ইতিবাচক আলোচনা হয়েছে।

জাতীয় দল কমিটির আজকের সভায় বড় প্রাপ্তি হলো ফর্টিজের স্থাপনাগুলো জাতীয় দলের ব্যবহারের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি এবং দলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস। ফর্টিজ এফসি’র কর্ণধার শাহাদাত হোসেনও কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে নেপাল ফুটবল ফেডারেশন ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করলেও বাফুফে এখনো সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে, যার বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে জানাবে ফেডারেশন।

এশিয়ান কাপ বাছাইয়ে গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আজকের সভায় জাতীয় দলের এক সাবেক ফুটবলার সদস্য সেই ম্যাচের অসঙ্গতি তুলে ধরলে ম্যানেজার আমের খান কিছু ব্যাখ্যা দেন। তবে কোচ অনুপস্থিত থাকায় পুরো ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি।

সব মিলিয়ে, সময় ঘনিয়ে এলেও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে স্পষ্ট পরিকল্পনার অভাবেই পিছিয়ে আছে বাংলাদেশ। এখন দেখার বিষয়—আগামী কয়েক দিনের মধ্যে বাফুফে কোচ ও প্রস্তুতির রূপরেখায় কতটা অগ্রগতি আনতে পারে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।