ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

নেপালের সঙ্গে ম্যাচ বাতিল, বাংলাদেশকে প্রীতি ম্যাচে চায় ভিয়েতনাম-কম্বোডিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, জুলাই ১৩, ২০২৫
নেপালের সঙ্গে ম্যাচ বাতিল, বাংলাদেশকে প্রীতি ম্যাচে চায় ভিয়েতনাম-কম্বোডিয়া

আগামী সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাঠমান্ডুর দশরথ রঙশালা স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি হওয়ার কথা ছিল।

তবে সাফ অঞ্চলের বাইরে আরও শক্তিশালী দলের সঙ্গে খেলতে চায় বাংলাদেশ, এমন সিদ্ধান্তের ভিত্তিতেই এই ম্যাচ দুটি বাতিল করা হয়েছে।

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচ বাতিলের বিষয়টি তাদের অবহিত করেছে। ফেডারেশনের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, হামজা চৌধুরীর আগমনের পর বাংলাদেশ দলের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে, আর তাই র‍্যাংকিংয়ে উপরের সারির দলের বিপক্ষে খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে জামাল ভূঁইয়ার দলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভিয়েতনাম (র‍্যাংকিং ১১৩) অথবা কম্বোডিয়া (র‍্যাংকিং ১৮০)। উল্লেখ্য, নেপাল বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ১৭৬তম স্থানে রয়েছে।

বাফুফের একটি সূত্র জানায়, আগামী ৩–৪ দিনের মধ্যে নতুন প্রতিপক্ষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে নেপালের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা হবে। তারা রাজি হলে বাংলাদেশ নতুন দলের বিপক্ষে খেলার বিষয়টি চূড়ান্ত করবে।

বিশ্ব ফুটবলের বড় মঞ্চে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ইউরোপের সাতটি দেশের কাছে প্রীতি ম্যাচের প্রস্তাব পাঠায় বাফুফে। লিথুয়ানিয়া ছাড়া সবাই সময়সূচি না মেলায় ফিরিয়ে দেয় প্রস্তাব। অন্যদিকে, আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ তাইপেও বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় রয়েছে।

এর আগে শ্রীলঙ্কা একটি চার জাতির টুর্নামেন্টের প্রস্তাব দিলেও তা নাকচ করে দেয় নেপাল। পরে নেপালই বাংলাদেশকে দুটি প্রীতি ম্যাচের প্রস্তাব দেয়, যা এখন বাতিল হওয়ায় তাদের প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নেপাল বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে রয়েছে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে। দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে থাকা দলটি আগামী ৯ অক্টোবর ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।