ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘বেঞ্চে’ জামাল, একাদশে ফিরলেন সামিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ১৪, ২০২৫
‘বেঞ্চে’ জামাল, একাদশে ফিরলেন সামিত

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এখন শুধু ‘যদি-কিন্তু’ সমীকরণেই বেঁচে রয়েছে বাংলাদেশের সম্ভাবনা। হংকংয়ের কাছে আগের ম্যাচে ঘরের মাঠে হার, যেন মূলপর্বে ওঠার স্বপ্নকে শেষ করে দিয়েছে আগেভাগেই।

তবু শেষ চেষ্টা বলতে আরও তিন ম্যাচ বাকি, আর সেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো।

সে যাত্রার প্রথম ধাপ আজ। সন্ধ্যা ৬টায় কাই তাক স্পোর্টস পার্কে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে রক্ষণাত্মক ‘বাস পার্ক’ ফরমেশনেই দল সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি যেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার শেষের শুরুটা দেখেই ফেলেছেন। আজও জামালকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন এই কোচ। জামালের বদলে মাঝমাঠে নেতৃত্বের ভার পড়েছে হামজা চৌধুরীর ওপর। তার সঙ্গে আছেন সামিত সোম, যিনি আজ ফিরেছেন প্রথম একাদশে, এবং সোহেল রানা (সিনিয়র) ও শেখ মোরছালিন।

দলের রক্ষণভাগ এবার পাঁচজন নিয়ে গড়া। সেন্টার ব্যাকে থাকছেন তপু বর্মন, শাকিল আহাদ তপু ও তারিক কাজী। দুই উইং ব্যাকে যথাক্রমে জায়ান আহমেদ (লেফট ব্যাক) ও সাদ উদ্দিন (রাইট ব্যাক)। অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তপু বর্মন, যিনি আগের ম্যাচে ছিলেন বদলি।

ফরোয়ার্ড লাইনে একমাত্র ভরসা রাকিব হোসেন। গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা, যাকে ঘিরে সম্প্রতি সমালোচনা থাকলেও কোচ কাবরেরা তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।