এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জামাল-হামজাদের হারের ক্ষত এখনো তাজা। হংকং চায়নার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৩-৩ সমতা।
ম্যাচের শুরুতেই প্রতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে খেলতে থাকেন তারা। ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে গোল হজম করে জয় বঞ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের তৃতীয় মিনিটে প্রীতির গোলে লিড নেয় বাংলাদেশ। বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা, প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে লাগলে গোলমুখের সামনে বল পান প্রীতি। জাতীয় দলের এই ফরোয়ার্ড সহজেই হেডে পরাস্ত করেন জর্ডানের গোলকিপার রিনাতা আল বাদায়নিকে।
ক'দিন আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেছিলেন প্রীতি।
ম্যাচে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। ষষ্ঠ মিনিটে ম্যাচে প্রথম কর্নার পায় বাংলাদেশ। মামুনির কর্নার কিক মনে হচ্ছিল দূরের পোস্ট দিয়ে জালেই ঢুকবে, শেষ মুহূর্তে ফের কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন জর্ডান গোলকিপার।
দ্বিতীয় কর্নার থেকে প্রতিপক্ষের বক্সে জটলার সৃষ্টি হয়, বক্সে বল পেয়ে যান আনমার্কে থাকা থুইনুইয়ে মারমা। তবে শট নিতে কিছুটা দেরি করে ফেলেন বাংলাদেশ দলের এই মিডফিল্ডার।
১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলীর দূরপাল্লার ফ্রি কিক সহজেই প্রতিরোধ করেন বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। খানিক বাদে আবারও সুযোগ আসে প্রীতির সামনে। কিন্তু পোস্টের বাইরে বল মারেন তিনি।
বিরতির এক মিনিট আগে প্রীতির দূরপাল্লার শট অনায়েসে গ্লাভসবন্দী করেন জর্ডানের গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আধিপত্য বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। তবে নিখুত আক্রমণ সেভাবে দেখা যায়নি। বল পজেশন এবং পাসিং ফুটবলে প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে ছিলেন প্রীতি, আলপি, মামনি চাকমারা। সকলে যখন বাংলাদেশের জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ওই শেষ মুহূর্তেই ঘটে গঠন।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজেদের ভুলেই গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে উড়ে আসা বল রিসিভ করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার লিন আবুহেলের পায়ে তুলে দেন অর্পিতা বিশ্বাস। বাংলাদেশ অধিনায়ককে কাটিয়ে জর্ডানের এই ডিফেন্ডার পাস দেন বক্সে, দলটির ফরোয়ার্ড মিরা জাররা দৌরে এসে দারুণ ভলিতে মেঘলা রানীর মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন। ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
এআর/জেএইচ