ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদো এখনও আমার আদর্শ: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, অক্টোবর ১৩, ২০২৫
রোনালদো এখনও আমার আদর্শ: এমবাপ্পে

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোটবেলা থেকেই অনুসরণ করে আসছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জন্য রিয়ারের সাবেক এই তারকা ছিলেন স্বপ্নের নায়ক।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই নায়ক এখন তার পরামর্শদাতা, বন্ধু ও অনুপ্রেরণার উৎস। শৈশবের আদর্শ মানা সেই তারকার ক্লাবেই খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবানই মনে করে এমবাপ্পে।

রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা এমবাপ্পে আগেও বহুবার বলেছেন। এবারও সেটি উঠে এসেছে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমার জন্য এগুলো বিশাল প্রাপ্তি। ’

এমবাপ্পের চোখে রোনালদো এখনও রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা তারকা। তিনি বলেন, ‘আমার মতে, এখনও রোনালদোই রেয়ালের এক নম্বর। তিনি ক্লাবের ইতিহাসে অসাধারণ সব অর্জন করেছেন। রেয়ালের ফুটবলারদের জন্য তিনি আদর্শ, আর সমর্থকেরা আজও তাকে ঘিরে স্বপ্ন দেখে। তবে আমি চাই, নিজের পথে হাঁটতে, নিজের গল্পটা নিজেই লিখতে। ’

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রেয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো করেছেন ৪৫০টির বেশি গোল। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৬টি শিরোপা। রোনালদোর এই উচ্চতা স্পর্শ করা সহজ নয়। তবে রিয়াল সমর্থকেরা এখন এমবাপ্পেকেই দেখছেন সেই ধারাবাহিকতার উত্তরসূরি হিসেবে। অভিষেক মৌসুমেই ৪৪ গোল করে নতুন রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। নতুন মৌসুমেও দারুণ ফর্মে আছেন তিনি, ইতিমধ্যেই গোল করেছেন ১৪টি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।