মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল দুর্দান্ত জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য আফ্রিকা মহাদেশের সংরক্ষিত শেষ তিনটি সরাসরি স্থান পূরণ করেছে। অন্যদিকে, এশিয়া থেকে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে কাতার ও সৌদি আরব।
আফ্রিকার বাছাইপর্বে সেনেগাল ছিল সবচেয়ে চিত্তাকর্ষক। তারা মৌরিতানিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। আইভরি কোস্ট কেনিয়াকে ৩-০ গোলে এবং দক্ষিণ আফ্রিকা রুয়ান্ডাকে ৩-০ গোলে পরাজিত করে।
এই তিনটি দল আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, মরক্কো এবং তিউনিসিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করবে।
তবে ক্যামেরুন, ডিআর কঙ্গো, গ্যাবন এবং নাইজেরিয়া আশা বাঁচিয়ে রেখেছে। তারা চারটি সেরা রানার্স-আপ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে।
গ্রুপ পর্বের ম্যাচের সারসংক্ষেপ:
সেনেগাল: লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে প্রথমার্ধের ঠিক আগে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন। এরপর ইলিমানে এনদিয়ায়ে এবং হাবিব দিয়ালো একটি করে গোল যোগ করলে সেনেগাল গ্রুপ 'বি'-এর শীর্ষস্থান নিশ্চিত করে।
আইভরি কোস্ট: বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়নদের হয়ে ফ্রাঙ্ক কেসিয়ে সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ান দিওমান্দে ব্যবধান দ্বিগুণ করেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালো দলের তৃতীয় গোলটি করেন।
দক্ষিণ আফ্রিকা: গ্রুপ 'সি' থেকে রুদ্ধশ্বাস উত্তেজনার পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের এই যোগ্যতা অর্জন ছিল অত্যন্ত নাটকীয়। শেষ রাউন্ডের আগে তারা নাইজেরিয়া ও বেনিনের পেছনে ছিল। বিশ্বকাপে যেতে হলে তাদের রুয়ান্ডাকে হারাতে হতো এবং আশা করতে হতো যেন নাইজেরিয়া বেনিনকে হারায়। ঠিক সেটাই ঘটেছে।
দক্ষিণ আফ্রিকার নাটকীয় প্রত্যাবর্তন: থালান্তে এমবাথা এবং ওসউইন অ্যাপোলিস প্রথমার্ধেই দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে এভিডেন্স মাকগোপা দলের জয় নিশ্চিত করেন। অন্যদিকে, নাইজেরিয়ার ভিক্টর ওসিমেনের হ্যাটট্রিকে বেনিনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় 'সুপার ঈগলস', যা দক্ষিণ আফ্রিকার পথ খুলে দেয়। এটি হবে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চতুর্থ অংশগ্রহণ।
এশিয়া থেকেও চূড়ান্ত আরও দুই দল
এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান দখল করে কাতার এবং সৌদি আরব ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
কাতার বনাম সংযুক্ত আরব আমিরাত: দোহায় অনুষ্ঠিত ম্যাচে কাতার সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে পরাজিত করে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার এবারই প্রথম যোগ্যতার ভিত্তিতে বিশ্বকাপে জায়গা করে নিল। দলের হয়ে বোয়ালেম খৌখি এবং পেদ্রো মিগেল গোল করেন। স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগির অধীনে খেলা কাতার শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও জয় তুলে নিতে সক্ষম হয়।
সৌদি আরব বনাম ইরাক: জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরব ইরাকের সাথে গোলশূন্য ড্র করে। এই ড্র-ই তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। ফরাসি কোচ হার্ভে রেনারের দল এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেবে। অন্যদিকে, ইরাককে এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
এমএইচএম