ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হংকংয়ের স্টেডিয়ামের প্রশংসায় হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, অক্টোবর ১৪, ২০২৫
হংকংয়ের স্টেডিয়ামের প্রশংসায় হামজা হংকংয়ের স্টেডিয়ামের প্রশংসায় হামজা

দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এই ফুটবলার দেশের ফুটবলে পা রাখার পর থেকেই শুরু হয়েছে নবজাগরণ।

তারা ধরে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ফুটবল ভক্তরা। আজ এএফসি বাছাই পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস সিটির স্টেডিয়ামে ম্যাচ জুড়ে ছিল দারুণ আবহ। ম্যাচ শেষে স্টেডিয়াম এবং দর্শকদের প্রশংসা করেছেন হামজা চৌধুরী।  

হংকংয়ের মাঠে খেলাটা দারুণ অভিজ্ঞতা বলে জানিয়েছেন হামজা। ম্যাচ শেষে তিনি বলেন, 'দারুণ, একেবারে উঁচুমানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। '

'এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে। ' যোগ করেন তিনি।  

আজকের ম্যাচে ড্র করলেও দলের পারফরম্যান্স আশা দেখাচ্ছে হামজাকে। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ মুহূর্তে রক্ষণে ভুলে গোল হজম করে হাঁটতে হয় বাংলাদেশ। তবে দলের লড়াই করার মানসিকতা আশা দেখাচ্ছে হামজাকে। তিনি বলেন, 'আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল। '

এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।