ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

বার্সা ছেড়ে চীনে ফিরে গেলেন পাওলিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৫, জুলাই ৯, ২০১৮
বার্সা ছেড়ে চীনে ফিরে গেলেন পাওলিনহো বার্সা ছেড়ে চীনে ফিরে গেলেন পাওলিনহো-ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে চাইনিজ সুপার লিগের দল গুয়াংজু এভারগ্রান্ডেতে ফিরে গেলেন পাওলিনহো। লা লিগায় সফল একটি মৌসুম কাটানোর পর তিনি চীনের ক্লাবটিতে ধারে খেলতে গেছেন। এ ব্যাপারটি বার্সা ও গুয়াংগু যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে।

৬ মাসের লোনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার গুয়াংজুতে পাড়ি দিয়েছেন। তবে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে দলটি পুরোপুরিভাবে তাকে কিনে নিতে পারবে এমন শর্ত রয়েছে।

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরই পাওলিনহো চীনে ফিরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। যেখানে গত গ্রীস্মে আকস্মিকভাবে ক্যাম্প ন্যু’তে যোগ দেন তিনি। কাতালানদের হয়ে ৪৯টি ম্যাচ খেলে করেছেন ৯টি গোল। এছাড়া আরও ৩টি গোলে তিনি সহায়তা করেছেন।

গুয়াংগু নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ বছর বয়সীয় পাওলিনহোর একটি ছবি প্রকাশ করে লিখে, ‘স্বাগতম’।

এছাড়া শুভ কামনা জানিয়ে বার্সা লিখে, ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।

এর আগে চাইনিজ সুপার লিগে নিজের প্রথম স্পেলে ৩ বছর কাটিয়েছেন পাওলিনহো। যেখানে ১০০টির মতো ম্যাচ খেলে জিতেছেন সিএসএলের ব্যাক টু ব্যাক শিরোপা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।